Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সাগরখালী নদী ও সদরপুর বাজার
বিস্তারিত

সদরপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত  সদরপুর বাজার তার পাশ দিয়ে আকা বাকা হয়ে বয়ে গেছে সাগরখালী নদী। যে নদী বৃটিশ বিরোধী আন্দলন এর সাক্ষ দেয়। ভেরামারা কুষ্টিয়া পদ্মা নদী হতে উতপত্তি হয়ে সাগরখালী নদী ভেরামা ইউনিয়ন, ধুবইল ইউনিয়ন, চিধলিয়া ইউনিয়ন, আমলা ইউনিয়ন ও সদরপুর ইউনিয়ন এর উপর দিয়ে একে বেকে খলিসাকুন্ডি ইউনিয়ন দৌলতপুর কুষ্টিয়ায় মাথাভাঙ্গা নদীতে গিয়ে মিলিত হয়েছে। এবং সদরপুর এর অর্ন্তগত জমিদার মিথেন বাবুর কন্যা প্যারি সুন্দরী বৃটিশ বিরোধীন আন্দোলন করেন। তিনি প্রয় দুই শাতধিক বৃটিশ কে জমিদার বাড়িতে বলি দেন। এবং সেই বৃটিশদের রক্তে রাঙিয়ে যায় নদীর । এবং এই করনে এই নদীর নাম করন হয় সাগরখালী নদী। এবং সদরপুর ইউনিয়নের সদরপুর বাজার হতে একটি ডাল বেড়িয়ে মিলিত হয়েছে মেঘনা নদীতে।